আঞ্চলিকসংগঠন সংবাদ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মাসব্যাপী সম্পূর্ণ ফ্রিতে শুদ্ধ উচ্চারণের ক্লাস ৬ই ডিসেম্বর শুক্রবার থেকে শুরু
একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে “শুদ্ধতাই হোক সকল পূর্ণতা” এই স্লোগান হৃদয়ে ধারণ ও লালন করে বিজয়ের মাস ডিসেম্বর জুড়ে প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে ৯টা ও ৯টা থেকে ১০টা পর্যন্ত পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা বিনয়বাঁশীর বাস্তুভিটায় ভাস্কর্য চত্বরে সংগঠনের কার্যালয়ে শুদ্ধ উচ্চারণ প্রশিক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মাসব্যাপী এই চার সপ্তাহের ক্লাসে থাকছে
১) শুদ্ধভাবে বাংলা ভাষার উচ্চারণ।
২) জড়তা কাটানো।
৩) কবিতার ভাব ও রস।
৪) উচ্চারণ অস্পষ্টতা দূর করা।
৫) ছড়া পাঠ, কবিতা পাঠ ও আবৃত্তি
প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা এদিন উপস্থিত হয়ে মাত্র ১০০ টাকার বিনিময়ে ফরম পূরণপূর্বক ভর্তি নিশ্চিত করতে জানানো যাচ্ছে।
আগ্রহী শিক্ষার্থীগণ যোগাযোগ করুন ০১৯৩৩০৭৯৭২১ নাম্বারে।