খেলা

এমএলএসের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় হলেন মেসি

 

ঢাকা, ৭ ডিসেম্বর ২০২৪ (বাসস) : মেজর লিগ সকারের (এমএলএস) মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি।

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ২০২৩ সালের জুনে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এরপর দলের হয়ে সেরা পারফরমেন্সই করেছেন তিনি।

প্রথমবারের মতো মায়ামির সাপোর্টার শিল্ড জয়ে বড় ভূমিকা রাখেন মেসি।

এ বছর আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় অংশ নেওয়া এবং ইনজুরির কারণে মায়ামির হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি তিনি।
মায়ামির হয়ে সব মিলিয়ে ১৯ ম্যাচে ২০টি গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্টও করেন মেসি।

দুর্দান্ত পারফরমেন্সের কারণে দক্ষিণ আমেরিকার দশম খেলোয়াড় হিসেবে এমএলএস-এর মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। তবে পঞ্চম আর্জেন্টাইন হিসেবে এই তালিকায় নাম তুলেছেন তিনি। এর আগে আর্জেন্টিনার হয়ে লুসিয়ানো অ্যাকোস্টা, দিয়াগো ভ্যালেরি, গুইলারমো ব্যারোস শেলোটো এবং ক্রিশ্চিয়ান গোমেজ মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় হয়েছিলেন।

মায়ামির ওয়েবসাইটে পোস্ট করা এক ভিডিওতে একাডেমির খেলোয়াড়দের উদ্দেশ্যে মেসি বলেন, ‘সত্যিই, আপনাদের সবার কাছ থেকে এই পুরস্কার পাওয়া আমার জন্য সম্মানের। আমি এখানে আসতে পেরে খুব খুশি। আমি এই শহরে, এই ক্লাবে থাকতে পেরে আনন্দিত।’

২০১৫ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভানের নামানুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ‘ল্যান্ডন ডোনাভান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার।’ খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও ক্লাবগুলোর ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button