বিশ্বসংগঠন সংবাদ
বাংলাদেশ রিপোর্টার এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চল বর্ধিত সভা অনুষ্ঠিত
সৌদিআরব: বাংলাদেশ রিপোর্টার এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চল নির্বাচন উপলক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠি হয়েছে। আজ ০৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুমার পর জেদ্দাস্থ ভোজন বিলাস রেস্টুরেন্ট অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি এম ওয়াই আলাউদ্দিন।
সাবেক সিনিয়র সহসভাপতি সোহেল রানার পরিচালনায় এতে উপস্থিত ছিলেন এসএ টিভির জে্দ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল, গাজী টিভির সৌদিআরব প্রতিনিধি সেলিম আহমেদ, এটিএন বাংলার মক্কা প্রতিনিধি সাজেদুল ইসলাম, এনটিভি জে্দ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, আরটিভির জে্দ্দা প্রতিনিধি হানিছ সরকার উজ্জ্বল, নিউজ টোয়েন্টিফোর সৌদিআরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ, এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি, এশিয়ান টিভির জে্দ্দা প্রতিনিধি কাউসার আব্দুসালাম, চ্যানেল এস প্রতিনিধি মোহাম্মদ নূর আলম, কিউ টিভির সাংবাদিক মোহাম্মদ রফিক চৌধুরী, বাংলা টিভির মক্কা প্রতিনিধি মোহাম্মদ রনি, ডিবিসি নিউজ প্রতিনিধি এ আর নোমান ও ইকবাল প্রধান প্রমুখ।
বর্ধিত সভায় সকল সদস্যদের মতামতের বৃত্তিতে আগামী তিন মাসের মধ্যেই নির্বাচন পরিচালনার জন্য বাংলা টিভির সাংবাদিক সোহেল রানা কে আহবায়ক ও আর টিভির সাংবাদিক হানিছ সরকার উজ্জ্বল কে সদস্য সচিব, সেলিম আহম্মেদ, সাজেদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ, এশিয়ান টিভির সাংবাদিক কাউসার আব্দুসালাম ও রফিক চৌধুরীকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনের নেতৃবৃন্দ।