বিনোদনবিশ্ব

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন

প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ প্রতিপাদ্যকে ধারণ করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে।

আলোচনা সভায় কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং জেদ্দাস্থ বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এ উপলক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রাপ্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কনস্যুলেটের সেবার পাশাপাশি প্রবাসীদের জন্য ফ্রি মেডিকেল সেবা দেওয়া হয় কনস্যুলেট প্রাঙ্গণে ।
আলোচনা অনুষ্ঠানে কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর দেন কনস্যুলেটের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। সৌদি আরবের ৩৩ লক্ষ প্রবাসী বাংলাদেশীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। সৌদি আরবের আইন-কানুন ও রীতিনীতি মেনে চলার জন্য সৌদি প্রবাসী সকল বাংলাদেশীকে অনুরোধ জানান। তিনি সকল শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশীকে বৈধ পথে কষ্টার্জিত আয় প্রেরণের জন্য অনুরোধ জানান। হুন্ডির মাধ্যমে টাকা না পাঠাতে সকলকে অনুরোধ করেন। তিনি প্রবাসে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার ও আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে মিনিস্টার শ্রম এম কাজী এমদাদুল ইসলাম , হজ্জ কাউন্সিলর জহিরুল ইসলাম , পাসপোর্ট ও ভিসা আবু লাইস, কনসাল হজ্জ আসলাম উদ্দিন, কাউন্সিলর জাহিদুল ইসলাম, কার্যালয় প্রধান মেহেবুব জামানসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় করে কাউন্সিলর শ্রম আরিফুজ্জামান ।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ, জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত এবং সকল প্রবাসী ও বাংলাদেশের সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button