বিশেষ খবর

স্ত্রী-সন্তানসহ সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরূদ্ধে মামলা

 

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুর চৌধুরী ও তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।

নির্ধারিত সময় সীমার মধ্যে দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল না করায় তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হয়েছে। দুদকের উপ-পরিচালক নাজমুল হুসাইন এসব মামলা দায়ের করেন।

আজ তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান।

তিনি বলেন, দুর্নীতির অভিযোগের তদন্ত শেষে প্রতিবেদনের ভিত্তিতে দুদক মামলা করার সিদ্ধান্ত নেয়। ওই তিন জন দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ২৬(১) ধারা মোতাবেক নির্ধারিত সময় সীমার মধ্যে দুদকে সম্পদের বিবরণী দাখিল করতে ব্যর্থ হন।

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য এস কে সুর চৌধুরীকে দুদক থেকে চিঠি দেওয়া হয়। একাধিকবার তাগাদা দেওয়া হলেও তারা সম্পদের হিসাব বিবরণী জমা দেননি বলে দুদক সূত্র জানায়।

অভিযোগ রয়েছে, এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন ও সুবিধা নিয়েছেন।

এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button