বিশেষ খবররাজনীতি

সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট কাল প্রধান উপদেষ্টার কাছে জমা হবে

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেবে।

আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘তদন্ত কমিটি আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেবে। প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন এই রিপোর্ট নিয়ে উনি কি করবেন (প্রকাশ করবেন কি-না)।’

তিনি জানান, সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম চলছে এবং কমিটি ঘটনাস্থল থেকে উনারা আলামত ও নমুনা সংগ্রহ করছেন। আলামতের সঠিক ফলাফল নিশ্চিত হওয়ার জন্য তদন্ত কমিটি কিছু কিছু আলামত দেশের বাইরে থেকে পরীক্ষা-নীরিক্ষা করাতে চাই।

এক প্রশ্নের উত্তরে আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের পরামর্শ অনুযায়ী তদন্ত কমিটি সিদ্ধান্ত নেবে তদন্ত কার্যক্রম শেষ করতে তারা কতদিন সময় নেবেন।

গত বৃহস্পতিবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সরকার। অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে তিন দিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেওয়ার কথা ছিল।

তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন গৃহায়ন সচিব, পুলিশের আইজিপি, কমিটির সদস্য সচিব থাকবেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিষ্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে ৩ জন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেট্রনিক ইঞ্জিনিয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button