শিক্ষাসংগঠন সংবাদ
বোয়ালখালী সানশাইন একাডেমী’র বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল প্রকাশ, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : বিপ্লব দাস
বোয়ালখালী সানশাইন একাডেমী’র বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল প্রকাশ, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বোয়ালখালী সানশাইন একাডেমির মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামশুন নাহার এর সভাপতিত্বে ও বোয়ালখালী সানশাইন একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউছুপ ও মোঃ এস্কান্দর এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বোয়ালখালী কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সেকান্দর আলম বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস, বোয়ালখালী গ্রামার স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ গোপাল দাশ,
এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী সানশাইন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সোহেল, মোহাম্মদ নেজাম, নান্টু দাশ সহ শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।
এসময় বক্তারা বিদ্যালয়ের ফলাফল অবকাঠামোগত উন্নয়নে ভূয়সী প্রশংসা করেন এবং আয়োজিত পিঠা উৎসবে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে থেকে বিজয়ীদের নির্ধারণ করা হয় বিচারকদের মাধ্যমে। বিচারকগণ তিনজন বিজয়ীর নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দ্বিতীয় সেশনে ২০২৪ সালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অতিথিদের বক্তব্যের মাঝে মাঝে নিত্য ও গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলা হয়। তৃতীয় সেশনে বার্ষিক সামস্টিক মূল্যায়ন এর ফলাফল প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শেষান্তে বিদ্যালয়ে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনে উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।