নুরুজ্জামান শাহী গুরুতর অসুস্থ,দোয়া কামনা
সুনামগঞ্জ প্রতিনিধি : নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে দীর্ঘদিনের বাসিন্দা ও পরিচিতমুখ, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতি, সত্তরের দশকের তুখোর ছাত্রনেতা, নিউইয়র্ক সিটি আওয়ামি লীগের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ উন্নয়ন সমিতির প্রধান উপদেষ্টা নুরুজ্জামান শাহী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ গুড সামারিটান ইউনিভার্সিটি হাসপাতালে লাইফসাপোর্টে রয়েছেন। তাঁর আশু আরোগ্যের জন্য পরম করুণাময় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যবৃন্দ ও নিকটজন।
শাহীর ভাতিজি তপা জামান গত ৪ জানুয়ারী নিউইয়র্ক থেকে জানান, “আমার এই চাচা স্বাধীনতা পরবর্তী সময়ের সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধের নয় মাস ভারতে থেকে যুদ্ধে অংশ নিয়েছেন। সে দাবী কোন দিন তাকে করতে দেখিনি। তিনি একজন খাটি দেশপ্রেমিক। তার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন তার অহংকার ছিলো। সত্তরের দশকের সুনামগঞ্জ ছাত্র নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের দীর্ঘ দিন সহ সভাপতির দায়িত্ব ও সেই সাথে নিউইয়র্ক সিটি আওয়ামিলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
আমাদের চাচা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ গুড সামারিটান ইউনিভার্সিটি হাসপাতাল লাইফ সাপোর্টে রয়েছেন। পরপর দু’বার তার হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হবার কারনে ব্রেইনের কার্যক্রম স্থগিত হয়ে গেছে বলে ডাক্তাররা অভিমত ব্যক্ত করেছেন। এখন শুধু উপর ওয়ালার কৃপা। সবাই উনার আরোগ্যের জন্য পরম করুণাময় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন।
উল্লেখ্য সুনামগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সুরমা ৪ নং জামান হাউজের স্থায়ী বাসিন্দা নুরুজ্জামান চৌধুরী শাহী ৭৫ এর পটপরিবর্তনের পর থেকে নিউইয়র্কে স্বপরিবারে বসবাস করে যাচ্ছেন।