সুনামগঞ্জের দিরাইয়ে দুদিনব্যাপী কবি নজরুল রানা সাহিত্য উৎসব সম্পন্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলায় অনুষ্ঠিত দু’দিনব্যাপী কবি নজরুল ইসলাম রানা সাহিত্য উৎসব শেষ হয়েছে শনিবার (৪ জানুয়ারি) মধ্যরাতে।
উৎসব উপলক্ষ্যে শুক্রবার বিকেল ৫টায় দিরাই উপজেলা সদরস্থ বিএডিসি মাঠে সংস্কৃতিসেবী দুলদুল চৌধুরীর সভাপতিত্বে ও শিল্পী অসীম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি,লোকগীতি সংগ্রাহক ও গবেষক আল-হেলাল। আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক নারায়ণ দাস,দৈনিক নয়াদিগন্ত পত্রিকার দিরাই প্রতিনিধি ইমরান হোসাইন,দেশনাট্য সংগঠনের পরিচালক পথিক সুমন,গীতিকার জাকির চিশতি,কবি মেঘনাদ শেখ,কবি রুকনুজ্জামান জহুরী,সুনামগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রাজু আহমেদ রমজান ও গীতিকার আনোয়ার হোসেন প্রমুখ।
দু’দিনব্যাপী উৎসবে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। জমকালো আয়োজন আর উৎসবমুখর পরিবেশে চলা ধারাবাহিক অনুষ্ঠানের ভ্যেনু ছিল চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পর্ব। হারিয়ে যাওয়া প্রাচীনতম যাত্রাপালা, কেচ্ছা-কাহিনী ও বাউল গানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে শেষ হয় কবি নজরুল ইসলাম রানা সাহিত্য উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলদের মিলনমেলায় পরিণত হয় উৎসবস্থল।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল শাহ আব্দুল করিমের শিষ্য প্রখ্যাত বাউল রনেশ ঠাকুর, শান্তিগঞ্জ উপজেলার বাউল আমজাদ পাশা,গানের সম্রাট বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক গীতিকার আল-হেলাল, একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক সংগীতশিল্পী রাজু আহমেদ রমজান,ভাবনগর সাধু সংঘ’ সংগঠনের সদস্য মানিকগঞ্জের প্রখ্যাত বাউল অন্তর সরকার, কিশোরগঞ্জের বাউল জাকির চিশতি, বাউল আলী আকবর টিটু ও অন্ধ বাউল আল আমিন সরকার গানে গানে মঞ্চ কাঁপিয়ে গেলেন। গত দু’দিন হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে দিরাই বিএডিসি মাঠ এলাকা। উৎসবে স্বরচিত গান পরিবেশন করেন কবি নজরুল ইসলাম রানা ও তাঁর ভক্তগন। অন্যদিকে, সিলেটের অভিনেতা কেউরি কামাল ও তার দল গান পরিবেশনের সাথে সাথে পারফরম্যান্স করেন বিভিন্ন বিষয় নিয়ে।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার পঞ্চরতœ বাউল যথাক্রমে বৈষ্ণব কবি রাধারমন দত্ত,মরমী কবি হাছনরাজা,গানের সম্রাট কবি কামাল পাশা (কামাল উদ্দিন),বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহ রচিত গান পরিবেশন করেন বাউল সোনাফর আলী,বাউল আদিল সরকার,বাউল নওশাদ আলম,শাহেদ সুমন,শিল্পী আব্দুর রহীম,শিল্পী উপমা আক্তার বৃষ্টি,বিথী ও আবিদ আলী প্রমুখ।
উল্লেখ্য সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর নিবাসী সাধক নজরুল ইসলাম রানা একাধারে একজন কবি,লেখক,গীতিকার ও বাউল শিল্পী।
ইতিমধ্যে জননী,গর্জন,চিন্নপত্র নামে তার ৩টি কবিতার বই,বিরহে,শুকতারা,হাত বাড়িয়ে দাও,সাথী ছিল সাথে নামের ৪টি উপন্যাস এবং মনের মানুষ মনে ও মহাজন নামে ২টি গানের বই প্রকাশিত হয়।