আঞ্চলিকসংগঠন সংবাদ
রাউজানে গাউসিয়া ছাত্র ফোরাম এর ৫ম মাহফিলে “ইশকে মোস্তফা (সাঃ)” অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ), ফাতেহায়ে ইয়াজদাহুম, ওরসে খাজা গরীবে নেওয়াজ এবং সিলসিলাহ-এ আলিয়া কাদেরিয়ার মাশায়েখ হযরাতে কেরামের সালানা ওরস মোবারকসহ মরহুম পীর ভাই-বোনদের ঈসালে সাওয়াব উপলক্ষে গত শনিবার ৫ম মাহফিল “ইশকে মোস্তফা (সাঃ)” রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের বটতল বাজার চত্বরে অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, ফকির তকিয়া শাখার আওতাধীন গাউসিয়া ছাত্র ফোরামের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী (মাঃজিঃআলী)।
গাউসিয়া কমিটি ফকির তকিয়া শাখার যুগ্ম সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (উত্তর)-এর সাবেক সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী।
মাওলানা নূর মোহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির তকিয়া দরগাহ মসজিদ-মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এ.কে.এম জামাল হোসাইন, অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান, আন্তর্জাতিক না’ত খা হাফিজ হারুন উর রশীদ আল-কাদেরী, শায়ের মাওলানা নুরুল মোস্তফা খসরু, আসরার তানজীম কাদেরী, মাওলানা এহসান কাদের, আবু তাহের, মাওলানা মাশরুফ কাদেরী, সৈয়্যদ মিয়া, মাওলানা হাশেম, মাওলানা ফোরকান উদ্দিন, মাওলানা আহমদুল ইসলাম, কাজী আকিব আবদুল্লাহ, হাফেজ মুহাম্মদ আরিফ, শায়ের আহসান হাবীব, মাওলানা আজগর হোসাইন, মাওলানা জিয়া উদ্দিন, লাভলু হাসান, হাজী ইদ্রিস, হাফেজ মনির উদ্দীন, মাসুদ রানা, ওসমান গণি, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ রুবেল প্রমুখ।
উপস্থিত ছিলেন গাউসিয়া ছাত্র ফোরামের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন মুন্না, আবদুল বারেক, হেলাল উদ্দিন ছোটন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, মোহাম্মদ খোরশেদ, শফিউল হোসেন সম্রাট, শাউন উদ্দিন নিজাম, মোহাম্মদ হিরণ, জাহেদুল ইসলাম, মেহেদী হাসান মুহিত, একতিয়ার উদ্দিন, হাসান ইমরান, আরিয়ান রোমান, ফারেজ, তুহিন, জিসান, সাকিব, মুরাদ, সাবের, রিফাত, ফরহাদ, আনাস প্রমুখ।
একই দিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাজী নজির আহমদ কন্ট্রাক্টর বাড়ী প্রাঙ্গণে সম্পূর্ণ পর্দা সহকারে দাওয়াতে খায়র মহিলা মাহফিলও অনুষ্ঠিত হয়।