শীর্ষ নিউজ

রাঙ্গুনিয়ায় বালি পাচার বন্ধে প্রতিবাদ সভা

 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কর্ণফুলী নদী থেকে বালি পাচার বন্ধে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি (শনিবার) রাতে মরিয়মনগর ইউনিয়ন রশিদিয়া পাড়া এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি আহামদ কবিরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নুরুল আলম, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ করিম রানা, নাসির উদ্দিন, মোহাম্মদ আলী, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারন সম্পাদক সাংবাদিক নুরুল আবছার চৌধুরী প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কর্ণফুলী নদীর পাড়ে ফসলি জমি ও শতশত বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। ভাঙ্গনের কবল থেকে রক্ষায় বালি পাচার বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেয়া দরকার। পরে সকলের সম্মতিক্রমে রাঙ্গুনিয়া প্রশাসনকে স্মারকলিপি প্রদান করবে বলে জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button