খেলাসংগঠন সংবাদ

কর্ণফুলী ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি: হাইকোর্টের নিষেধাজ্ঞা কি উপেক্ষিত?

নিজস্ব প্রতিবেদক
হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার জন্য নতুন অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
গত ১২ ডিসেম্বর কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাতকে সভাপতি এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাবের আহমদ কে সদস্য সচিব করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অনুমোদনের জন্য এটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়।
তবে কমিটি ঘোষণার পরদিনই এর ছায়াকপি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দুই সদস্যের অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা শুরু হয়। এর মধ্যে একজন ছাত্র প্রতিনিধি এবং অপরজন ক্রীড়াবিদ ছিলেন। স্থানীয় সূত্র জানায়, একটি রাজনৈতিক দলের চাপে সোমবার রাতে নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে ক্রীড়াবিদ সদস্যকে বাদ দেওয়া হয়। নতুন বাহার হোসেন খাঁন সংযুক্ত হন। এছাড়া আরেকজন সদস্যকেও বাদ দেওয়ার প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া গেছে।
সদ্য বাদ পড়া সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. সালা উদ্দিন বলেন, “কমিটি গঠনের সময় সবার উপস্থিতিতে ইউএনও স্যার আমার নাম প্রস্তাব করেছিলেন। সবার সম্মতিতেই তা গৃহীত হয়। কিন্তু পরদিনই আমার নাম বাদ দেওয়া হলো। কেন জানি না।”
স্থানীয় ক্রীড়াবিদ মোহাম্মদ হারুনুর রশিদ পাটোয়ারী বলেন, “সালা উদ্দিন কর্ণফুলীর ক্রীড়াঙ্গনের জন্য নিবেদিতপ্রাণ। তাঁকে বাদ দেওয়া নোংরা মানসিকতার পরিচায়ক। আমরা নিজেদের অস্তিত্বকেই যেন অস্বীকার করছি।”
ক্রীড়া সংগঠক মোহাম্মদ ফরিদ অভিযোগ করেন, “হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে নতুন কমিটি গঠন আদালত অবমাননার শামিল। এভাবে ক্রীড়াঙ্গনকে কলুষিত করার অপচেষ্টা চলছে।”
হাইকোর্টের নির্দেশনা এবং রিট পিটিশন
রিট আবেদনের পক্ষে আইনজীবী মো. আবু বক্কর সিদ্দিক জানান, হাইকোর্ট ক্রীড়া সংস্থার কার্যক্রম স্থগিত রেখেছিলেন। এর আগেও গঠিত কমিটি আইন লঙ্ঘন করে গঠিত হয়েছিল।
সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক বলেন, “হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও নতুন কমিটি গঠন করা প্রশ্নবিদ্ধ এবং অগ্রহণযোগ্য। বিষয়টি আইনি জটিলতা আরও বাড়াবে।”
ইউএনও’র প্রতিক্রিয়া পাওয়া যায়নি
কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ হয়নি। তবে রাত ৯টায় কাটছাঁট করা একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানা যায়।
কমিটি গঠনের পেছনের ইতিহাসে জানা গেছে,
২০১৮ সালে গঠিত কর্ণফুলী ক্রীড়া সংস্থার প্রথম কমিটির মেয়াদ ২০২৩ সালের সেপ্টেম্বরে শেষ হয়। এরপর নিয়মিত কমিটি গঠনের পরিবর্তে অ্যাডহক কমিটি নিয়ে বিরোধ ও জটিলতা শুরু হয়।
সমালোচনা ও ক্রীড়াঙ্গনের অবস্থায় স্থানীয় ক্রীড়াবিদদের অভিযোগ, একাধিক কমিটি গঠন করলেও কর্ণফুলীর ক্রীড়াঙ্গনের উন্নতি দৃশ্যমান নয়। নামের আগে বিশেষণ যোগ করলেও প্রকৃতপক্ষে ক্রীড়াঙ্গনের স্বার্থ রক্ষায় কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে কমিটি গঠন ও সদস্য বাদ দেওয়ার প্রক্রিয়া কেবল ক্রীড়াঙ্গনে বিভক্তি তৈরি করছে। সংশ্লিষ্টরা এই সংকটের দ্রুত সমাধান দাবি করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button