শীর্ষ নিউজ

তাহিরপুরে ব্যবসায়ীকে শ্রমিক লীগ নেতা সাজিয়ে চাঁদাবাজীর অভিযোগ এনে হয়রানীমূলক মামলা


সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পরিচিত এক ব্যবসায়ীকে শ্রমিক লীগ নেতা সাজিয়ে চাঁদাবাজীর অভিযোগ এনে দায়েরকৃত মামলায় অন্যায়ভাবে হয়রানীর অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ,পূর্ব বিরোধের জের ধরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোনাপুর গ্রামের হেলাল উদ্দিনের পুত্র রুবেল আহমদ,তাদের প্রতিপক্ষীয় জাঙ্গালহাটি গ্রামের মরহুম ছিদ্দু মিয়ার ৩ পুত্র যথাক্রমে ব্যবসায়ী বোরহান উদ্দিন (৫০),ফারুক মিয়া (৪২) ও মালেক মিয়া (৫৫) এবং পার্শ্ববর্তী লামাশ্রম গ্রামের আরো ২ যুবকসহ মোট ৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। ঐ অভিযোগে বোরহান উদ্দিনকে সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক উল্লেখ করে থানা পুলিশে রাজনৈতিক প্রভাব খাটিয়ে উদ্দেশ্যমূলক মিথ্যা বয়ানে চাঁদাবাজীর অভিযোগ আনয়ন করে কথিত অভিযোগটিকে বাংলাদেশ দন্ডবিধি আইনের ১৪৩/৩৪১/৩৮৫ ধারায় গত ৪ ফেব্রয়ারি তাহিরপুর থানায় ০৭ নং মামলা হিসেবে এফআইআর করান। যাহার জিআর নং ২৮/২০২৫। কথিত মামলায় বোরহান উদ্দিনের বড় ভাই জাতীয়তাবাদী শ্রমিক দল বাদাঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড কমিটির সভাপতি মালেক মিয়াকেও অন্যায়ভাবে ৩নং আসামী করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক ও তাহিরপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাহবুব মল্লিক বলেন,আমরা যতদূর জানি জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হচ্ছেন সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ধারারগাঁও গ্রামের সাইফুল ইসলাম মুবিন নামের এক ব্যক্তি। তারপরও ব্যবসায়ী বোরহান উদ্দিনকে দলীয় পদ পদবীর তকমা দিয়ে অন্যায়ভাবে মামলায় ফাসানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তাহিরপুর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এস.কে শফিক বলেন, বোরহান উদ্দিনের বড় ভাই জাতীয়তাবাদী শ্রমিক দল বাদাঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুল মালেক একজন ভালো মানুষ। চাঁদাবাজীর মামলায় তাকে অন্যায়ভাবে ৩নং আসামী করা হয়েছে। আমি এহেন মামলাবাজীর নিন্দা জানাই।

এদিকে বাদাঘাট ইউনিয়নের সচেতন নাগরিক ও তৌহিদী জনসাধারণ বলেন,বোরহান উদ্দিন একজন বালি পাথর ও কয়লা ব্যবসায়ী। নিয়মিত এলাকার মসজিদ মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও ওয়াজ মাহফিলসহ সামাজিক কর্মকান্ডে তার ভূমিকা রয়েছে। তিনি চাঁদাবাজীর সাথে আদৌ জড়িত নন।

গত ১৪ জানুয়ারি সুনামগঞ্জের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মোঃ নাহিদ নিয়াজ শিশির তার কার্যালয়ের ৫১ নং স্মারকে ব্যবসায়ী বোরহান উদ্দিনকে প্রথম শ্রেণির ইজারাদার হিসেবে তালিকাভূক্তির সনদ প্রদান করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবুল কালাম চৌধুরী বলেন,মামলাটি আজই আমার নামে হাওলা করা হয়েছে। আমি মামলায় বর্ণিত ঘটনাস্থলে গিয়ে সরজমিন তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button