শীর্ষ নিউজসংগঠন সংবাদ

যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব নেতৃবৃন্দের সংবাদ সমেলন


মালিকুজ্জামান কাকা
যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব নেতৃবৃন্দ বুধবার সংবাদ সম্মেলন করেছেন। প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা সভাপতি ফজলে রাব্বি মোপাসা।v৭ ও ৮ ফেব্রুয়ারী দুই দিনব্যাপী কর্মসূচির বিস্তারিত বর্ণনা দেন ক্লাব কর্ণধাররা।
বাংলাদেশ বর্তমানে ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের রানার্স আপ। ২০২৪ সালে পাকিস্তানের মুলতান ও লাহোরে অনুষ্ঠিত ৪র্থ টি -২০ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ এই কৃতিত্ব অর্জন করে। আগের বছর আইবিএসএ ওয়ার্ল্ড গেমসেও বাংলাদেশ ব্রোঞ্জ পদক পেয়েছিল।
উপস্থিত ছিলেন সহ সভাপতি প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাবেক ক্রিকেটার ও সহ সভাপতি আকসার সিদ্দিকী শৈবাল, ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের সেরা খেলোয়াড় ম্যান অফ দা টুর্নামেন্ট যশোরের কৃতি সন্তান আসমত আলী, জয়েন্ট সেক্রেটারি উজ্জল বিশ্বাস, অপর জয়েন্ট সেক্রেটারি ও কৃতি যশোরের আরেক ক্রিকেটার।
এম জাতীয় ক্রিকেট দলের সাফল্য সমূহ:
মিঃ জর্জ আব্রাহাম হলেন ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
জর্জ আব্রাহাম ১৯৫৮ সালের ৩১ অক্টোবর লন্ডনে জন্মগ্রহণ করেন। দশ মাস বয়সে আব্রাহাম মেনিনজাইটিসে ভুগছিলেন যা তার অপটিক স্নায়ু এবং রেটিনায় স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিলো। এইভাবে তাকে দৃষ্টি প্রতিবন্ধী করে তোলে। দুই বছর বয়সে আব্রাহামের পরিবার ভারতে অবস্থান নিয়েছিলো। ১৯৮৯ সালে আব্রাহাম বিজ্ঞাপন কোম্পানীতে চাকরি ছেড়ে দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে কাজ করার জন্য তাঁর জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আব্রাহাম ১৯৯৬ সালে ব্লাইন্ড ইন ইন্ডিয়া এর জন্য ক্রিকেট এ্যাসোসিয়েশান প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯৬ সালে ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল স্থাপনে আব্রাহাম সহায়ক ভূমিকা পালন করেছিলেন। তিনি ২০০৮ সালে ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সভাপতি নিযুক্ত হন।
২০১২ সালে ভারতের ব্যাঙ্গালরে টি-২০ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে।
২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার ক্রাপ টাউনে ODI ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে।
২০১৫ সালে কলকাতায় ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ত্রি-বঙ্গীয় ব্লাইন্ড ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহণ করে যুগগ্ম চাম্পিয়ান হয়। বাংলাদেশের এই অর্জনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী সংবর্ধনা প্রদান করেন এবং প্রত্যেক খেলোয়াড়কে ১ লক্ষ টাকা করে পুরস্কৃত করেন।
২০১৬ সালে ভারতের কচি ক্যারেলায় T-২০ ব্লাইন্ড ক্রিকেট এশিয়াকাপে প্রথম অংশগ্রহণ করে ৩য় স্থান অর্জন করেন।
২০১৭ সালে ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত ২য় টি-২০ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে ৫ম স্থান অধিকার করে।
২০১৮ সালে পাকিস্তান ও দুবাইতে অনুষ্ঠিত ODI ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে ৪র্থ স্থান লাভ করে।।
২০১৯ সালে নিউজিল্যান্ডকে টি-২০ ব্লাইন্ড ক্রিকেট সিরিজে তাদের মাটিতে ৫-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করে।
২০২০ সালে তিন জাতি (বাংলাদেশ-ভারত-পাকিস্তান) টুর্ণামেন্টে ঢাকা ও শারজায় খেলায় অংশগ্রহণ করে। # ২০২২ সালে
ভারতে অনুষ্ঠিত ৩য় টি-২০ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। # ২০২৩ সালে বার্মিংহাম-এ ১৮৩ জাতির অংশগ্রহণে অনুষ্ঠিত IBSA World Games ২০২৩ এ বাংলাদেশ একমাত্র ব্লাইন্ড ক্রিকেটে অংশগ্রহণ করে ব্রোঞ্জ পদক লাভ করে।
২০২৪ সালে পাকিস্তানের লাহোর ও মুলতানে অনুষ্ঠিত ৪র্থ টি-২০ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। # ২০২৫ সালের ডিসেম্বরে আমরা এশিয়া কাপ আয়োজনের জন্য প্রস্তাব প্রেরণ করেছি ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের নির্বাহী কমিটির কাছে।
২০১১ সালের ১৯ নভেম্বর যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা হয়। সেই থেকে যশোরের খেলোয়াড়রা তাদের যোগ্যতা দেখিয়ে চলেছে বাংলাদেশ সহ সারা বিশ্বকে। এ পর্যন্ত যশোরের মোট ৮ জন খেলোয়াড় জাতীয় দলের খেলোয়াড় হিসাবে ভারত, পাকিস্তান, দুবাই, বার্মিংহাম, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এর বিভিন্ন টুর্ণামেন্টে অংশগ্রহণ করেছে। তারা হলেন মোঃ মনিরুজ্জামান, মোহাম্মাদ শিহাব হোসেন, মোঃ আব্দুল্লাহ, আসমত আলী, সোহাগ মোল্লা, আলী হোসেন, ইসরাফিল হোসেন ও মোঃ আলম। বিশেষ করে এবার পাকিস্তানে অনুষ্ঠিত ৪র্থ টি-২০ বিশ্বকাপে যশোরের আসমত আলী ম্যান অব দা সিরিজ হয়ে যশোরের মুখ উজ্জল করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button