শীর্ষ নিউজসংগঠন সংবাদ

সন্ধানী’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজ ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
বিপুল উৎসাহ উদ্দীপনা ও দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপিত হল সন্ধানীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। মানব সেবার ব্রত নিয়ে ১৯৭৭ সাল থেকে ৪৮ বছর ধরে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি যার পুরস্কারস্বরূপ ঝুলিতে যোগ হয়েছে স্বাধীনতা পদকসহ নানান সম্মাননা পদক।
দিবসের প্রধান কর্মসূচি হিসেবে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের কার্যালয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মাননীয় উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুর রব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রাশেদ মীরজাদা, সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শহীদুল হক, অর্থোপেডিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাবেদ জাহাঙ্গীর তুহিন, রক্ত পরিসঞ্চালন বিভাগের মেডিকেল অফিসার ডা. মুনাসিব নুর, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. এ ইউ এম সলিমুল্লাহ, উপদেষ্টা ডা. নাজিম উদ্দিন, উপদেষ্টা ডা. উপমা ধর, উপদেষ্টা ডা. ফাহিমা ফাতেমা আইবী, উপদেষ্টা ডা. আরাফান জাহান জীম এবং কেন্দ্রীয় প্রতিনিধি ডা. মাজেদুল ইসলাম আরমান, সভাপতি মো. ইয়াসিন আরাফাত, সহ-সভাপতি শারমিন আক্তার, সাধারণ সম্পাদক মো. মোহাইমিনুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক উম্মে হাবিবাসহ এক ঝাঁক সন্ধানীয়ান।
১৯৭৭ সালে সামাজিক দায়িত্ববোধ থেকে সহপাঠীকে সাহায্যের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজের ৬ জন ছাত্রের হাত ধরে সূচনা হয় সন্ধানীর। যার ধারাবাহিকতায় বর্তমানে সন্ধানীর ৩৪ টি ইউনিট সারাদেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজগুলোতে একযোগে কাজ করছে। তন্মধ্যে ১৯৮২ সালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে পথচলা শুরু হয় সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের ।
৪৮ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় সন্ধানীর সাথে যুক্ত সকল চিকিৎসক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আজীবন সদস্য, উপদেষ্টামন্ডলী, সন্ধানীয়ান, রক্তদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button