চট্টগ্রামশিক্ষা

চুয়েটে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলনে ৯ প্রবন্ধ ৫২৭ গবেষণা পত্র উপস্থাপন

 

১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রাম প্রকৌশল এন্ড টেকনোলোজি ইউনিভার্সিটি (চুয়েট) আয়োজিত তিনদিন ব্যাপী  আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে।

‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-২০২৫’ শীর্ষক তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ১৫টি দেশ থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, সায়িন্টিস্ট,  রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নেন।

আজ চুয়েটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে ৫টি মূল প্রবন্ধ এবং ৪টি আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। এ সম্মেলনে জমাকৃত ১ হাজার ১৮৮টি পেপারের মধ্যে ৫২৭টি গবেষণা পত্র উপস্থাপিত হয়েছে। এর মধ্যে ২৬৩টি অনলাইন প্রেজেনটেশন এবং ২৬৪টি অফলাইন প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপিত হয়।

চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরে আয়োজিত শনিবারের সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।

এতে বিশেষ অতিথি ছিলেন কুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ শরীফুল আলম, চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) এর চিফ টেকনিক্যাল অফিসার ইখলাস উদ্দিন আহমেদ। কনফারেন্স টিপিসি চেয়ার ও ইইই বিভাগের অধ্যাপক ড. মোঃ রুবাইয়াৎ তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক জোবাইদা আখতার।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button