শীর্ষ নিউজ

প্রধান বিচারপতির সংস্কার উদ্যোগে ইইউর পূর্ণ সমর্থন

 

২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রধান বিচারপতির বিচারিক স্বাধীনতা ও সংস্কার উদ্যোগগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ইইউ ইন বাংলাদেশ তাদের ফেসবুক পেজে এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইইউ বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং কার্যকারিতার প্রতি সমর্থন করে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইউএনডিপি’র সাথে কাজ করছে। আমরা আমাদের অংশীদারদের পাশে আছি। আমরা সর্বজনীন মূল্যবোধের পক্ষে আছি। আমরা প্রধান বিচারপতি এবং অন্তবর্তী সরকারের সংস্কারের উদ্দেশ্যগুলির সমর্থনে পাশে আছি।’

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইএনডিপি, বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে ‘জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্টস এন্ড ইফিসিয়েন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক একটি আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত নানা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত ওই সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এবং মিশন প্রধান এইচ.ই. মাইকেল মিলার অংশগ্রহণ করেন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এছাড়া সেমিনারে আরো ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, ইউএনডিপি বাংলাদেশ-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসস’কে আজ এ তথ্য জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button