দুবাই প্রবাসীর হারানো পাসপোর্ট উদ্ধার করে ফিরিয়ে দিলো চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম, ১ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক দুবাই প্রবাসীর হারানো পাসপোর্ট উদ্ধার করে আজ তাকে ফিরিয়ে দিয়েছে।
শনিবার বিকেলে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, পাসপোর্ট ফিরে পাওয়া ওই যাত্রীর নাম মো. তোফাজ্জল হোসেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা এবং দুবাই প্রবাসী। আজ দুপুরে তোফাজ্জলের হাতে হারানো পাসপোর্টটি তিনি ও সশস্ত্র নিরাপত্তা প্রহরী নজরুল ইসলাম ফিরিয়ে দিয়েছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, তোফাজ্জল বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নিতে গত ১৯ ফেব্রুয়ারি স্বল্প ছুটিতে দেশে আসেন। গতকাল ২৮ ফেব্রুয়ারি ইউএস-বাংলার ফ্লাইট-বিএস৩৪৩ যোগে দুবাই ফিরে যাওয়ার কথা ছিলো তার। কিন্তু তিনি পাসপোর্ট খুঁজে পাচ্ছিলেন না। ফলে বাতিল হয় তার ওইদিনের দুবাই যাত্রা।
এ বিষয়ে তোফাজ্জল বিমানবন্দরের নিরাপত্তা শাখায় যোগাযোগ করে জানান, গত ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার সময় বিমানবন্দরে তিনি তার পাসপোর্ট হারিয়েছেন। পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ যাচাইসহ অন্যান্য আনুসাঙ্গিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে তার পাসপোর্টটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে তোফাজ্জলকে তার পাসপোর্টটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে।