আঞ্চলিকশীর্ষ নিউজ

ফটিকছড়ির বৃহত্তম শপিংমল ফটিক প্লাজার সম্পত্তি বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়ির সবচেয়ে বড় শপিংমল ফটিক প্লাজার সম্পত্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট। অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে এই আদেশ দেওয়া হয়।
গতকাল বিচারপতি খিজির আহম্মদ চৌধুরী এ নির্দেশ দেন। মামলাটি দায়ের করেন এক্সিস লিভিং লিমিটেডের চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার। শুনানি শেষে আদালত ফটিক প্লাজার ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম ও পরিচালক সুভাষ চন্দ্র বনিকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন।
হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ জানান, উচ্চ আদালতের আদেশে বলা হয় ফটিক প্লাজা প্রাইম ব্যাংকের কাছে দায়বদ্ধ। বিপুল পরিমাণ ঋণ গ্রহণের পর শপিংমলটির মালিকপক্ষ অর্থ আত্মসাৎ করেছে।
অভিযোগ রয়েছে, শপিংমলে থাকা দুই শতাধিক দোকান ব্যাংকের নামে বন্ধক থাকা সত্ত্বেও ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম ও পরিচালক সুভাষ চন্দ্র বনিক বিভিন্ন ব্যক্তির কাছে দোকান বিক্রি করেছেন। এ ধরনের প্রতারণার অভিযোগ আমলে নিয়ে আদালত ফটিক প্লাজার সমস্ত সম্পত্তি হস্তান্তর বা লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
এছাড়া, শপিংমলের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রশাসক নিয়োগের নির্দেশনা দিয়েছেন আদালত। জয়েন্ট স্টক কোম্পানিকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
মামলার আদেশে আরও বলা হয়, অভিযুক্তরা তথ্য গোপন করে দোকান বিক্রির মাধ্যমে প্রতারণা করেছেন। ফলে বিক্রি হওয়া দোকানগুলোর হস্তান্তর বাতিলের আদেশও দেওয়া হয়েছে।
হাইকোর্টের এই নির্দেশনার ফলে ফটিক প্লাজার মালিকানা ও লেনদেন নিয়ে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button