খেলা

অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

 

৪ মার্চ ২০২৫ (বাসস) : টানা তৃতীয়বারের মত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত।

আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। সর্বশেষ দুই আসরের ফাইনাল
খেলেছিল ভারত। ২০১৩ সালে শিরোপা জিতলেও, ২০১৭ সালে রানার্স-আপ হয় টিম ইন্ডিয়া।

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে উদ্বোধনী বিচ্ছিন্ন হবার পর পর দ্বিতীয় উইকেটে ৩২ বলে ৫০ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ। ৫টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে ৩৯ রানে থামেন হেড।

এরপর মার্নাস লাবুশেনের সাথে ৫৬ রান যোগ করেন স্মিথ। জুটিতে ২৯ রান করে আউট হন লাবুশেন। উইকেটরক্ষক জশ ইংলিশ ১১ রানে বিদায়ের পর ক্যারির সাথে ৫৪ রানের জুটি গড়েন স্মিথ।

ওয়ানডেতে ৩৫তম হাফ-সেঞ্চুরির ইনিংস খেলে ৭৩ রানে আউট হন স্মিথ। ৯৬ বল ৪টি চার ও ১টি ছক্কা হাকান তিনি।

দলীয় ১৯৮ রানে স্মিথ ফেরার পর অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুড়িয়েছেন ক্যারি। ওয়ানডেতে ১২তম হাফ-সেঞ্চুরি তুলে দলীয় ২৪৯ রানে থামেন তিনি। ৫৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৬১ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।

শেষ দিকে বেন ডোয়ার্শিসের ১৯ ও নাথান এলিসের ১০ রানের কণ্যাণে সব উইকেট হারিয়ে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া।

ভারতের মোহাম্মদ সামি ৩টি, বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন।

জবাবে ৪৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ২৮ ও শুভমান গিল ৮ রান করেন।

তৃতীয় উইকেটে ৯১ রানের জুটিতে ভারতকে লড়াইয়ে ফেরান বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ৪৫ রানে থামেন আইয়ার।

এরপর অক্ষর প্যাটেলের সাথে ৪৪ ও লোকেশ রাহুলকে নিয়ে ৪৭ রানের জুটিতে ভারতের জয়ের পথ তৈরি করেন কোহলি। ৫টি চারে ৯৮ বলে কোহলি ৮৪ রানে থামলে, ষষ্ঠ উইকেটে ৩৪ রানের জুটিতে ভারতের জয়ের পথ সহজ করে ফেলেন রাহুল ও হার্দিক পান্ডিয়া।

পান্ডিয়া ২৮ রানে আউট হবার পর জাদেজাকে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন রাহুল। জাদেজা ২ ও রাহুল ৪২ রানে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার এলিস ও জাম্পা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ভারতের কোহলি।

আগামীকাল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিপক্ষে ৯ মার্চ দুবাইয়ে ফাইনাল খেলতে নামবে ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button