আর্সেনালের রেকর্ড জয়ের রাতে অ্যাথলেটিকোকে হারাল রিয়াল
৫ মার্চ ২০২৫ (বাসস) : চ্যাম্পিয়ন্স ফুটবলের লিগের কোয়ারর্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ।
শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে আর্সেনাল ৭-১ গোলে হারিয়েছে পিএসভি আইন্দোভেনকে।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট পর্বে অ্যাওয়ে ম্যাচে ৭ বা এর বেশি গোল করার রেকর্ড গড়ল আর্সেনাল।
পিএসভি আইন্দোভেনের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৩১ মিনিটের ব্যবধানে ৩ গোল দেয় আর্সেনাল। ১৮ মিনিটে জুরেয়েন টিম্বার, ২১ মিনিটে ইথান নোয়ানেরি ও ৩১ মিনিটে মিকেল মেরিনো গোল তিনটি করেন।
এরপর দ্বিতীয়ার্ধে পিএসভির জালে আরও চার গোল দেয় আর্সেনাল। ৪৭ ও ৭৩ মিনিটে জোড়া গোল করেন মার্টিন ওডেগার। এছাড়াও ৪৮ মিনিটে লিয়ানদ্রো ট্রোসা এবং ৮৫ মিনিটে রিকার্ডো কালাফিওরি গোল করেন।
পেনাল্টি থেকে পিএসভির হয়ে ৪৩ মিনিটে একমাত্র গোলটি করেন নোয়া লাং।
পিএসভির বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, ‘অবশ্যই এমন জয় আমাদের অনেক আনন্দ, আত্মবিশ্বাস দিচ্ছে। আজকের রাতটি উপভোগ করার। কারণ এটা চমৎকার পারফরমেন্স ছিল। অবিশ্বাস্য স্কোরলাইন তাই উদযাপন আমাদের প্রাপ্য এবং এখন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচে গোলের রেকর্ড গড়তে পেরেও খুশি আর্তেতা, ‘আমরা এমন কিছু করেছি, যা আগে হয়নি। এমন কিছুর সঙ্গী হতে পারাটা দারুণ ব্যাপার। দল হিসেবে আমরা আরও অনেক কিছু অর্জন করতে চাই। যা এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
শেষ ষোলোর দ্বিতীয় লেগে আগামী বুধবার ঘরের মাঠে পিএসভির বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল।
এদিকে, ঘরের মাঠে অ্যাথলেটিকোর বিপক্ষে ২-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। ৪ মিনিটে দলের হয়ে দারুণ এক গোল করেন রড্রিগো।
পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে অ্যাথলেটিকো। ৩২ মিনিটে দলকে সমতায় ফেরান জুলিয়ান আলভারেস।
দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় রিয়াল। ৫৫ মিনিটে ব্রাহিম দিয়াজের গোল ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে জয় নিয়ে মাাঠ ছাড়ে রিয়াল। চলতি মৌসুমে অ্যাথলেটিকোর বিপক্ষে এই নিয়ে তৃতীয়বার জয় পেল রিয়াল।
আগামী বুধবার ফিরতি লেগে আবারও মুখোমুখি হবে দু’দল।