খেলা

কোহলি-রোহিতের রেকর্ডময় প্রথম সেমিফাইনাল

৫ মার্চ ২০২৫ (বাসস) : বোলারদের পর বিরাট কোহলির ব্যাটিং দৃঢ়তায় অস্ট্রেলিয়াকে বিদায় করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসরের ফাইনাল নিশ্চিত করে ভারত। গতরাতে দুবাইয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ৪ উইকেটে জিতে নেয় টিম ইন্ডিয়া। এ ম্যাচে নতুন কিছু রেকর্ডের জন্ম দিয়েছেন ভারতের কোহলি-রোহিত শর্মারা।

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির চারটি টুর্নামেন্টেরই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছেন ভারতের রোহিত। ইতোমধ্যে ২০২৩ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ, একই বছর ওয়ানডে বিশ্বকাপ এবং গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছেন তিনি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলার সুযোগ রোহিতের সামনে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিতে ৩টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ২৮ রান করেন রোহিত। এই ১টি ছক্কাতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের বিশ্বরেকর্ড ভেঙ্গেছেন ভারত দলপতি। আইসিসি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ছক্কার মারিক এখন রোহিত।

আইসিসির ইভেন্টে গেইলের ৬৪টির রেকর্ড ভেঙে এখন ৬৫ ছক্কাির মালিক রোহিত।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। ৪৯টি ছক্কা মেরেছেন ম্যাক্সওয়েল। ৪৫টি ছক্কা নিয়ে তালিতার চতুর্থ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৯৮ বলে ৮৪ রানের নান্দনিক ইনিংস খেলেন কোহলি। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রান তাড়ায় ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রান ক্লাবে নাম লিখিয়েছেন কোহলি। এই তালিকায় সবার আগে নাম লিখিয়েছেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটার শচিন টেন্ডুলকার।

রান তাড়া করতে নেমে ২৪২ ম্যাচে ১৪ সেঞ্চুরিতে ৮৭২০ রান করেছেন টেন্ডুলকার। ১৫৯ ইনিংসে ২৪ সেঞ্চুরিতে ৮ হাজার রান পূর্ণ করেছেন কোহলি।

আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরির ইনিংসের মালিক হলেন কোহলি। ৫৩ ইনিংসের মধ্যে ২৪টি হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছেন তিনি। ২৪টির মধ্যে ৬টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরি আছে কোহলির।

৫৮ ইনিংসে ২৩টি হাফ-সেঞ্চুরি ইনিংস নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে নেমে গেছেন টেন্ডুলকার। ৭টি সেঞ্চুরির সাথে ১৬টি হাফ-সেঞ্চুরি আছে তার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাফ-সেঞ্চুরির ইনিংসেও নতুন রেকর্ড গড়েছেন কোহলি। তার আছে ৭টি হাফ-সেঞ্চুরির ইনিংস। এক্ষেত্রে কোহলি পেছনে ফেলেছেন ভারতের সাবেক তিন ব্যাটার সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় ও শিখর ধাওয়ানকে। তিন জনই ৬টি করে হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button