খেলা

ডিপিএল: বোলারদের নৈপুণ্যে ১০ উইকেটে বড় জয় লিজেন্ডস অব রূপগঞ্জের

১০ মার্চ ২০২৫ (বাসস) : বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে  প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৪২২ রানের পাহাড় গড়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আজ একই ভেন্যুতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৬৯ রানে অলআউট হয় শাইনপুকুর।

শাইনপুকুরের চার ব্যাটার দুই অংক স্পর্শ করেছে। ওপেনার মইনুল ইসলাম তন্ময় ১৮, নিয়ন ইয়াসিন জামান ১৪ ও ফারজান আহমেদ ও আল ফাহাদ ১০ রান করে করেন।
রূপগঞ্জের রেজাউর রহমান রেজা ও তানভির ইসলাম ৩টি করে এবং মাহেদি হাসান ২ উইকেট নেন।

৭০ রানের সহজ টার্গেট ৫৭ বলে বিনা উইকেটে স্পর্শ করে রূপগঞ্জ। ২৪৩ বল বাকী রেখেই ম্যাচ জিতে নেয় তারা। সবচেয়ে বেশি বল রেখে ম্যাচ জয়ের ক্ষেত্রে এটি তৃতীয়স্থানে আছে।

২৬২ বল বাকি রেখে জয়ের রেকর্ড দখলে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের।

রূপগঞ্জের দুই ওপেনার তানজিদ হাসান ২০ বলে ৩৫ এবং সাইফ হাসান ৩৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল লিজেন্ডস অব রূপগঞ্জ। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলে সবার উপরে তারা। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে আছে শাইনপুকুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button