বিশ্বসংগঠন সংবাদ
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা, সৌদি আরবের উদ্যোগে ১৪ এপ্রিল ২০২৫ তারিখে দেশীয় সংস্কৃতিকে ধারণ করে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা, সৌদি আরবের উদ্যোগে ১৪ এপ্রিল ২০২৫ তারিখে দেশীয় সংস্কৃতিকে ধারণ করে আনন্দ উৎসবের মাধ্যমে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা
কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে দেশীয় সংস্কৃতির পিঠা উৎসবে বিভিন্ন ধরণের পিঠা ও দেশীয় বিভিন্ন খাবার এর স্টলে প্রদর্শন ও জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি মাধ্যম ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ (জাতীয় কারিকুলাম) শাখার ছাত্র-ছাত্রীরা এবং প্রবাসী দেশীয় শিল্পীগণের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সাংস্কৃতিক পরিবেশনা শেষে মান্যবর কনসাল জেনারেল মিয়া মোঃ মাইনুল কবির তাঁর বক্তব্যে সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ জানান। তিনি পহেলা বৈশাখে পুরোনো দুঃখ গ্লানি ভুলে বৈষম্যবিরোধী আন্দোলনের ত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নব উদ্যেমে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান। তিনি তাঁর বক্তব্যে বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত লোকজ সংস্কৃতি বিদেশের মাটিতে তুলে ধরার এবং আমাদের বাংলাদেশী সন্তানরা যেন বিদেশী সংস্কৃতির মোহে বাংলার সংস্কৃতি ভুলে না যায়, সে প্রচেষ্টা অব্যহত রাখার আহবান জানান।
তিনি সবাইকে সৌদি আরবের আইন মেনে চলার
এবং বৈধপথে রেমিট্যান্স প্রেরণের অনুরোধ জানান। তিনি বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশের দেশীয় সংস্কৃতি ধরে রাখায় বাংলাদেশের স্থানীয় শিল্পীদের অভিবাদন জানিয়ে প্রশংসা করেন।
বর্ষবরণ অনুষ্ঠানে জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি মাধ্যম ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল কারিকুলাম এর শিক্ষক, ছাত্র-ছাত্রীরা এবং প্রবাসী দেশীয় শিল্পী, গণমাধ্যম কর্মী, প্রবাসী বাঙ্গালী কমিউনিটি এবং বাংলাদেশ
কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।