শীর্ষ নিউজসংগঠন সংবাদ

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন প্রস্তুতি সভা সম্পন্ন


সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সরকারের নিবন্ধিত,দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সম্মেলন প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২রা মে) বিকেল সাড়ে ৪টায় শহরের পৌরবিপনীস্থ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ মামুনুর রশীদ শাইন প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান আজাদ।
সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দৈনিক খবরপত্র প্রতিনিধি আল হেলালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাইটিভির জেলা প্রতিনিধি আবু হানিফ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী,সহ-সভাপতি একুশে টেলিভিশনের প্রতিনিধি মোঃ আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মোজাম্মেল আলম ভূইয়া,সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি রাজু আহমেদ রমজান,সহ সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, প্রচার সম্পাদক বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক দৈনিক প্রভাত প্রতিনিধি আনোয়ারুল হক, নির্বাহী সদস্য এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না,দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আহম্মদ কবির, দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি হাকিম আফতাব উদ্দিন, দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি কবি রহমান তৈয়ব,দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল কাইয়্যূম চৌধুরী সৌরভ, সাংবাদিক শাহজাহান আকন্দ,জাভেদ ইকবাল ও শাওন রায় প্রমুখ। সভায় সুনামগঞ্জ বারের সিনিয়র আইনজীবী এডভোকেট শাহ আলম মহীউদ্দিনকে সংস্থার লিগ্যাল এডভাইজার নিয়োগ করা হয়। পাশাপাশি আগামী ২৫ জুন সুনামগঞ্জ জেলা কমিটির সম্মেলন সফল করার জন্য সকলকে জোর তাগিদ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button