বিশেষ খবর

১ লাখ ৮৪ হাজার টন সার আত্মসাৎ: পোটন ট্রেডার্সের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

 

২০২৫ (বাসস): বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) জন্য বিদেশ থেকে আমদানিকৃত ১ লাখ ৮৪ হাজার ৭১ মেট্রিক টন এমওপি, টিএসপি ও ডিএপি সার সরবরাহে চুক্তিভঙ্গ করে আত্মসাতের অভিযোগে পোটন ট্রেডার্সের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া বিফ্রিংয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, দুদকের সহকারী পরিচালক সম্মিলিত জেলা কার্যালয় ঢাকা-১ থেকে মঙ্গলবার (৬ মে) মামলাটি দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিএডিসি’র ৮টি জাহাজের সার সরবরাহের জন্য রিসিভার ও স্থানীয় পরিবহন ঠিকাদার হিসাবে চুক্তিবদ্ধ হন। কিন্তু চুক্তিভঙ্গ করে বরাদ্দকৃত বাফার গুদামে সার সরবরাহ না করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মোট ১,৮৪,০৭১.৮০ মেট্রিক টন সার অন্যত্র বিক্রি করে আত্মসাৎ করেন। এসব সারের বাজারমূল্য প্রায় ১ হাজার ৮৪ কোটি টাকা।

অভিযুক্তরা হলেন-পোটন ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুল আশরাফ খান (পোটন), মহাব্যবস্থাপক মো: শাহাদত হোসেন (নিপু), মহাব্যবস্থাপক মো: নাজমুল আলম (বাদল), উত্তরবঙ্গ প্রতিনিধি মো: সোহরাব হোসেন এবং খুলনা ও নওয়াপাড়া অঞ্চলের প্রতিনিধি মো: আতাউর রহমান।

দুদকের এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা একে অপরের যোগসাজশে অসৎ উদ্দেশ্যে সরকারি সম্পদ আত্মসাৎ করে লাভবান হন এবং বিএডিসি’কে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে দুদক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button