শীর্ষ নিউজসংগঠন সংবাদ

ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সেকেন্ড এমেনমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ এর গেজেট প্রকাশ

 

২০২৫ (বাসস) : ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সেকেন্ড এমেনমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ এর গেজেট প্রকাশ করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত আইনটির সংশোধন সংক্রান্ত গেজেটে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ প্রণয়ন ও জারি করা হলো।

গেজেট বিষয়ে বাসসকে আজ জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেসনস অফিসার ড. মো. রেজাউল করিম।

তিনি জানান, সংশোধিত আইনটি। International Crimes (Tribunals) (Second Amendment) Ordinance, ২০২৫ নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) সংশোধিত হয়েছে। ১৯৭৩ সালে এই আইন প্রণয়নের পর ২০১৩ সালে তৎকালীন সরকার আইনটি সংশোধন করে। ২০১৩ সালের সংশোধনীতে এ আইনে ব্যক্তির পাশাপাশি সংগঠনের বিচারের ব্যবস্থা করা হলেও শাস্তির বিধান ছিলো না। আইনটি দ্বিতীয় বারের মতো এখন আনা সংশোধনীতে সংগঠনের শাস্তির বিধান রাখা হয়েছে। নতুন সংশোধনীতে বলা হয়েছে, কোন সংগঠনের বিরুদ্ধে আনীত অভিযোগ বিচারে প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই সংগঠনকে নিষিদ্ধ, লাইসেন্স বা নিবন্ধন বাতিলসহ তার সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে। ওই সংগঠনের সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারবে বলে জানান এ প্রসিকিউটর।

গাজী এমএইচ তামিম জানান, নতুন এ সংশোধনীর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ব্যক্তির পাশাপাশি সংগঠনের বিরুদ্ধে তদন্ত, বিচার কার্য পরিচালনা এবং শাস্তি দেয়ার বিধান রাখা হয়েছে। এতোদিনও তদন্ত ও বিচার কার্যক্রমে বাধা ছিল না, শুধু শাস্তির বিধান ছিলো না। প্রসিকিউশন মনে করে আইনটি সংশোধন যথোপযুক্ত ও সময়োপযোগী উদ্যোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button