অর্থ ও বাণিজ্যপ্রযুক্তি

দেশজুড়ে ব্যাপক সাড়া পেল স্যামসাং গ্যালাক্সি এ০৬

 

 

মে মাসের মাঝামাঝি আসবে নতুন ভ্যারিয়েন্ট  

[ঢাকা, ৮ মে, ২০২৫] মাত্র দশ দিন আগে, উন্মোচিত হওয়ার পরপরই বাংলাদেশের স্মার্টফোন বাজারে ঝড় তুলেছে স্যামসাং গ্যালাক্সি এ০৬। সুপারফাস্ট কানেক্টিভিটি, অসামান্য পারফরমেন্স ও ট্রেন্ডি কালারের মতো অসাধারণ সব ফিচারের কারণেই বিরল এ কৃতিত্ব অর্জন করেছে ডিভাইসটি; আর এর সবই পাওয়া যাচ্ছে দুর্দান্ত এক প্রাইস রেঞ্জের মধ্যে।

গ্যালাক্সি এ০৬-এ ২০:৯ আসপেক্ট রেশিও সহ ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ৪ বছরের সিকিউরিটি আপডেট ও ২টি ওএস (অপারেটিং সিস্টেম) আপগ্রেড জেনারেশনের সুবিধা রয়েছে। নিখুঁত ও ঝকঝকে ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করতে ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। এর অনন্য ডুয়েল ক্যামেরা ও ৬০ এফপিএস (ফ্রেমস পার সেকেন্ড) ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ডিং ফিচার ডিভাইসটিকে কনটেন্ট ক্রিয়েটর ও ভিডিওপ্রেমীদের জন্য একদম যথার্থ করে তুলেছে।

আনুষ্ঠানিক উন্মোচনের পর থেকেই ডিভাইসটি স্মার্টফোনপ্রেমীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে, উদ্ভাবনকে সবার জন্য সহজলভ্য করার ক্ষেত্রে স্যামসাংয়ের অব্যাহত প্রচেষ্টার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। আর এর ফলেই অসামান্য পারফরম্যান্স, অনবদ্য ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা, স্টাইলিশ লুক ও শক্তিশালী ব্যাটারির এই স্মার্টফোনটি উন্মোচন করা হয়েছে, যেন ক্রেতাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ সম্পূর্ণ করতে ফিচারগুলো সহায়ক ভূমিকা রাখতে পারে।

ক্রেতাদের কাছ থেকে অবিশ্বাস্য সাড়া পাওয়ার পর, মে মাসের মাঝামাঝির মধ্যেই গ্যালাক্সি এ০৬-এর নতুন ভেরিয়েন্টের (৪ জিবি + ১২৮ জিবি ও ৬ জিবি + ১২৮ জিবি) স্টক আবারো পূর্ণ করার ঘোষণা দিয়েছে স্যামসাং।

গ্যালাক্সি এ০৬-এর প্রতি মানুষের অনন্য এই সাড়ায় অভিভূত হয়ে স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স ডিভিশন বাংলাদেশ শাখার হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, “বর্তমানে আরও বেশি মানুষ তাদের জীবনযাত্রা উন্নত করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। একারণে, আমরা আমাদের সর্বশেষ স্মার্টফোনে এমন ফিচার যুক্ত করেছি যা ক্রেতাদের জীবনকে আরও বেশি সমৃদ্ধ করবে। আমাদের প্রচেষ্টা সফল হওয়ায় এবং ক্রেতাদের অসাধারণ সাড়া পাওয়ায় আমরা সত্যিই উচ্ছ্বসিত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button