নিজস্ব ব্যবস্থাপনায় NCT পরিচালনার দাবী’ ইসলামী শ্রমিক সংঘ নেতৃবৃন্দ।
অদ্য ১১/৫/২০২৫ চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের উদ্যোগে ‘নিজস্ব ব্যবস্থাপনায় NCT পরিচালনা ও প্রস্তাবনা শীর্ষক’ এক মত বিনিময় সভা বন্দরে কর্মরত পরিবহন বিভাগীয় কর্মচারীদের সাথে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক সংঘের পরিবহন বিভাগীয় সেক্রেটারী ও ইসলামী শ্রমিক সংঘের সহ-সভাপতি জনাব রেজাউল করিম সেলিম।
সভায় বক্তাগন বলেন, বন্দরের নিজস্ব অর্থে নির্মিত ও অত্যাধুনিক যন্ত্রপাতি সুসজ্জিত NCT টার্মিনাল বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে। NCT টার্মিনালে কন্টেইনার হ্যান্ডলিং প্রতিনিয়ত লক্ষ্যমাত্রা অর্জন করে চলেছে। এখানে বিদেশী বিনিয়োগের আর কোন সুযোগ নেই। প্রধান অতিথি জামায়াতে ইসলামী চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের প্রার্থী জনাব শফিউল আলম বলেন, NCT নিয়ে দেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি হলে চট্টগ্রাম ১১ আসনের সাধারণ মানুষদের নিয়ে তা প্রতিহত করা হবে। বিশেষ অতিথি ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বন্দরের শ্রমিক কর্মচারীরা আন্তর্জাতিক মানের বন্দরে কাজ করেও মানবেতর জীবন যাপন করছেন। বন্দরের শ্রমিক কর্মচারীদের জন্য আন্তর্জাতিক মানের পে-স্কেল, পোর্ট ডিউটি ১০০০০/- টাকা, ঝুঁকি ভাতা বেসিকের ৩০% সহ লভ্যাংশ দাবী করেন। ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ ইয়াছিন বলেন, NCT এর সকল অপারেটরদের এবং কর্মচারীদের NCT প্রকল্পের আওতায় এনে সাইফ পাওয়ার টেক লিঃ কে বিতাড়িত করতে হবে এবং নিজস্ব ব্যবস্থাপনায় NCT পরিচালনা করতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম রুমেল, শাহ আলম, আখতার ফারুক, জাহিদৃল ইসলাম, মোকাদ্দেস হোসেন প্রমুখ।