খেলা

বাবরের পছন্দের সেরা একাদশে নেই কোহলি-বুমরাহ

 টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের পছন্দের একাদশ বাছাই করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। একাদশে ভারতের দুই সেরা খেলোয়াড় বিরাট কোহলি ও জসপ্রিত বুমরাহকে রাখেননি বাবর। তবে অন্য দুই ভারতীয় রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে রেখেছেন।

ভারত ছাড়াও নিজ দেশ পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা থেকে দুইজন করে ক্রিকেটার নিয়ে একাদশ সাজিয়েছেন বাবর। একাদশে জায়গা হয়েছে আফগানিস্তানের একজন ক্রিকেটারের।

নিজেকেও একাদশে রাখেননি টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের (৪২২৩) মালিক বাবর।

জালমির টিভির পডকাস্টে বাবরের পছন্দের একাদশে ওপেনার হিসেবে আছেন রোহিত ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের (৪২৩১) মালিক রোহিত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। রোহিতের সাথে ঐ সময় টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন ৪১৮৮ রানের মালিক কোহলিও।

ব্যাটিং অর্ডার অনুসারে তিন নম্বরে আছেন পাকিস্তানের ফখর জামান। চার নম্বরে আছেন সূর্যকুমার।

বাবরের পছন্দের একাদশের মিডল অর্ডারে আছেন ইংল্যান্ডের জস বাটলার ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।

একমাত্র অলরাউন্ডার হিসেবে একাদশে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেনকে। বোলিং বিভাগে একমাত্র স্পিনার আফগানিস্তানের রশিদ খান।

তিন পেসার নিয়ে পেস আক্রমণ সাজিয়েছেন বাবর। তারা হলেন- অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও ইংল্যান্ডের মার্ক উড।

বাবর আজমের পছন্দের টি-টোয়েন্টি একাদশ : রোহিত শর্মা (ভারত), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), সূর্যকুমার যাদব (ভারত), জশ বাটলার (ইংল্যান্ড), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা), রশিদ খান (আফগানিস্তান), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), মার্ক উড (ইংল্যান্ড)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button