খেলাসংগঠন সংবাদ

সুনামগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন

 

মে ২০২৫ (বাসস): সুনামগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলা দল। গতকাল অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে সদর উপজেলা দল ৪-৩ গোলে হারিয়েছে ছাতক উপজেলা দলকে। নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল
গতকাল সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে যায় ছাতক উপজেলা দল। এর কিছু পরে ছাতক টিমের ডিবক্সের মধ্যে হ্যান্ডবল হওয়ায় পেনাল্টি উপহার পায় সদর উপজেলা। পেনাল্টি থেকে গোল করে সমতা আনে সদর উপজেলা দল। নির্ধারিত সময়ের খেলা সমতা থাকায় ফলাফল নির্ধারনে ট্রাইব্রেকারের প্রয়োজন হয়। ট্রাইব্রেকারে সদর উপজেলা দল ৪টি গোল করে এবং ছাতক উপজেলা দল ৩টি গোল করে।

জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সর্বোচ্চ গোলাদাতা নির্বাচিত হয়েছেন ছাতক উপজেলা দলের রাজ উদ্দিন এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সদর উপজেলা দলের ইকবাল হোসেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, প্রাক্তন খেলোয়াড় ও জেলা বিএনপি নেতা আকবর আলী, নাদের আহমদ, শেরে নূর আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, জেলা ক্রীড়া অফিসার আল আমিনসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।

পরে বিজয়ী দলের হাতে সাড়ে ৭ ভরি ওজনের গোল্ডকাপ এবং রানার্সআপ দলের হাতে ব্রোঞ্জের কাপ তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button