খেলা

শেষ হলো ৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫

 

মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

আজ শনিবার ঢাকার মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ২১ মে থেকে ৪ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি এর মোট ৮০ টি টিমের ৫৮১ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার সমাপনী দিন সাঁতারের ২০ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে।

প্রতিযোগিতায় বিকেএসপি ৭০টি স্বর্ণ, ৬২ টি রৌপ্য এবং ৩২টি ব্রোঞ্জ পদক জয় করে  প্রথম , কুষ্টিয়ার  শিলাইদহ সুইমিং ক্লাব ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৮টি  ব্রোঞ্জ পদক জয় করে  দ্বিতীয়  এবং  কুষ্টিয়ার আমলা সুইমিং ক্লাব  ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক জয় করে  ৩য় স্থান লাভ করে।

উল্লেখ্য, মহিলা বিভাগে বিকেএসপির মোছা. জুই আক্তার ৫টি স্বর্ণ পদক (২টি ইভেন্টে জাতীয় রেকর্ড) এবং পুরুষ বিভাগের মো. মনির খান তন্ময় ৯ টি স্বর্ণ পদক (১টি ইভেন্টে জাতীয় রেকর্ড) পেয়ে সেরা সাঁতারু নির্বাচিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button