ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে নতুন ট্যাংক ব্যবহার শুরু রাশিয়ার
ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে নিজেদের নতুন টি-১৪ আর্মাতা যুদ্ধ ট্যাংক ব্যবহার শুরু করেছে রাশিয়া। গতকাল মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তবে নতুন এই ট্যাংক দিয়ে ইউক্রেনীয় সেনাদের অবস্থানে গোলাবর্ষণ শুরু করলেও রুশ সেনারা এখনও সরাসরি অভিযানে ট্যাংকটি ব্যবহার করেনি।
ট্যাংকগুলোর নিরাপত্তার নিশ্চিতে এগুলোর ফ্ল্যাঙ্কে আলাদা সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। আর যেসব রুশ ক্রু এ ট্যাংকগুলো পরিচালনা করবেন তাদের ইউক্রেনেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ ট্যাংকটিতে একটি মনুষ্যবিহীন টারেট (কামান রাখার ঘূর্ণিমান অংশ) রয়েছে। আর এই ট্যাংকে যেসব অস্ত্র রয়েছে সেগুলো সামনে থাকা একটি সাজোঁয়া ক্যাপসুল থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন ক্রুরা। ট্যাংকটি মহাসড়কে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলতে পারে।
২০১৫ সালে টি-১৪ ট্যাংক প্রথম উন্মোচন করা হয়। ২০২০ সালের মধ্যে ২ হাজার ৩০০টি ট্যাংক তৈরির নির্দেশ দিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু পরবর্তীতে এ সময়সীমা ২০২৫ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়।
সূত্র : আল-জাজিরা।