নতুন করে আরও ২ দিনের কর্মসূচির ঘোষণা বিএনপি’র
খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ২৩ মে এবং ২৮ মে ১০টি মহানগরীতে পদযাত্রার ঘোষণা দিল বিএনপি।
বৃহস্পতিবার (১৮ মে) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পদযাত্রার এ ঘোষণার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, কারাবন্দি নেতাদের মুক্তি ও গায়েবি মামলা প্রত্যাহারসহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। ঢাকা ছাড়া বাকি ১০টি মহানগরী নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট, চট্টগ্রামে আগামী ২৩ ও ২৮ মে দুদিন পদযাত্রা কর্মসূচি পালন হবে।
উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে গত বছরের শেষের দিক থেকে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। গত রমজান মাসেও তাদের আন্দোলন অব্যাহত ছিল।