সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া নিউইয়র্কে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাত করেছেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন।
উজরা জেয়া তার এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে টুইট করে, ‘আবারও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব, মত প্রকাশের স্বাধীনতা এবং রোহিঙ্গা ও তাদের আশ্রয়দানকারী সম্প্রদায়ের জন্য অব্যহত মানবিক সহায়তাদান নিয়ে আলোচনার জন্য প্রশংসা করেন।’
ইউএস আন্ডার সেক্রেটারি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে তার বৈঠককে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে একটি ‘ফলপ্রসু আলোচনা’ বলে অভিহিত করেন।