রাঙ্গামাটি, ২২অক্টোবর, ২০২৩ (বাসস) : জেলায় আজ নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এ প্রতিপাদ্যে আজ সকাল ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বি আর টি এ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো সাইফুল ইসলামের (সার্বিক) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খাঁন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম জাহিদ, পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, রাঙ্গামাটি বি আর টি এ সহকারী পরিচালক উসমান সারোয়ার আলম প্রমুখ।
আলোচনা সভার আগে শহরের হ্যাপীড় মোড় এলাকা থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত র্যালী অনুষ্ঠিত হয়।