জেনেভা, ২ নভেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক): যেখানে হাজার হাজার শিশু মারা যাচ্ছে সেখানে কারো কোন জয় নেই। জাতিসংঘের শিশু অধিকার রক্ষা কমিটি বুধবার এ কথা বলেছে। একইসঙ্গে কমিটি গাজা উপত্যকায় ভয়াবহভাবে মানবাধিকার লংঘনের তীব্র নিন্দা জানিয়েছে।
আন্তর্জাতিকভাবে শিশু অধিকার রক্ষায় কাজ করা এই কমিটি ইসরাইল হামাস যুদ্ধে শিশুদের দুর্ভোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
কমিটি এক বিবৃতিতে বলেছে, গাজায় শিশুদের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। যেখানে হাজার হাজার শিশু মারা যাচ্ছে সেখানে কেউ জয়ী হতে পারে না।
এছাড়া হামাসের কাছে জিম্মি হিসেবে আটক থাকা শিশুদের নিয়েও গভীর উদ্¦েগ প্রকাশ করেছে জাতিসংঘ কমিটি।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের হামলায় এ পর্যন্ত ৮,৮০০ লোক নিহত হয়েছে। আহত হয়েছে ২২ হাজারেরও বেশি লোক।
গত ৭ অক্টোবর হামাস ইরাইলে হামলা চালালে ইসরাইলও গাজায় পাল্টা আক্রমণ শুরু করে। এ আক্রমণ অব্যাহতভাবে চলছে।