আঞ্চলিকশীর্ষ নিউজ
রাঙ্গুনিয়ায় প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের স্মরণ সভা
রাঙ্গুনিয়া চট্টগ্রাম প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলা প্রয়াত আওয়ামীলীগ নেতা কাজী মোহাম্মদ জসিম ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমশাহ’র স্মরণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৫ নভেম্বর) ২০২৩ইং তারিখ সন্ধ্যায় সরফভাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্মরণ সভায় ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি।
রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ বেলাল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতা আব্দুর রউফ মাষ্টার, শামসুল ইসলাম, আহাসান হাবিব, নবীর হোসেন তালুকদার, জালাম আহমেদ, খোরশেদ হায়দার খোকন, খাইরুজ্জামান মেম্বার, দিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা গণি সরফী, এনায়েতুর রহিম, আনোয়ারুল ইসলাম, অনন্ত চৌধুরী, খোরশেদ আলম সুজন, মোঃ হোসেন, নুরুল ইসলাম তালুকদার, জাহাঙ্গির সেলিম, মাওলানা রেজাউল করিম, শামসুল আলম, হাজি ইলিয়াছ, মোঃ ইউছুফ, ডাঃ আবুল ফজল, এছাড়াও ছিলেন ইউপি সদস্য মাহবুবুল আলম, নুরুল আলম, দিদারুল আলম খোকন, রফিকুল ইসলাম তালুকদার, শহিদুল ইসলাম, আব্দুল মোনাফ, দিদারুল ইসলাম দিদার, জাহাঙ্গির আলম মেম্বার, আব্দুস শুক্কুর, দিদার সওদাগর, যুবলীগ নেতা মুবিন, মোঃ হাছান, মোঃ সেলিম, সাকেরুল ইসলাম সাগর, জালাল উদ্দিন, কাজি সাকিব, বেদারুল ইসলাম, মোঃ ইকবাল, ছাত্রলীগ নেতা আরমান ইয়াছির, মোজাম্মেল রানা, রাসেল প্রমুখ।
উল্লেখ্য, প্রয়াত কাজী জসিম ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গত রোববার ২৯ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে নগরীর বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ৬১বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেন রেখে যান স্ত্রী, চার কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী।
এবং, শাহআলম চেয়ারম্যান ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক। গত শুক্রবার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তিনি সরফভাটা ইউপি চেয়ারম্যান ও তিনি পদুয়া ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে, কাজী জসিম ও শাহআলম চেয়ারম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।