পটিয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত: সভাপতি খুরশিদ, সম্পাদক ইকবাল
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
গত ৩১ অক্টোবর দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মাহমুদ হাসান স্বাক্ষরিত এ কমিটি পুর্ণগঠন করে অনুমোদন প্রদান করেন।
নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি সৈয়দ খুরশীদ আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন সহ সভাপতি আবুল খায়ের, আলহাজ্ব জামাল সাত্তার মিয়া, সদস্য রোকেয়া আকতার, ড. সংঘ প্রিয় থেরো, বীর মুক্তিযোদ্ধা মো: মহিউদ্দিন, লায়ন সংকর সেন গুপ্ত ও সাংবাদিক শফিউল আজম।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য-এ কমিটির কর্মকান্ডের মধ্যে দূর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরণের প্রচারণামূলক কর্মসূচী গ্রহণ করা।
এরমধ্যে বক্তৃতা, বিতর্ক, রচনা প্রতিযোগীতা, সেমিনার, কর্মশালা, মতবিনিময়, আলোচনা সভা, পথসভা, মানববন্ধন, পদযাত্রা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান করায় এ কমিটির অন্যতম।
এছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহে দূর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করণ, সকল প্রকার ধর্মীয় প্রতিষ্ঠানে আগত মানুষের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার বিশেষ বক্তব্য প্রদানের কার্যক্রম গ্রহণ করা।