যশোর জেনারেল হাসপাতালে দালাল-ওষুধ বিক্রয় প্রতিনিধিসহ আটক ৮
যশোর জেনারেল হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালানো হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে হাসপাতালে অভিযান চালায় কোতয়ালি থানা পুলিশ।এসময় দালালদের সাথে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদেরও আটক করা হয়। এরপ্রতিবাদে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ করে।
সূত্র জানায়, দালালরা রোগীদের সঙ্গে প্রতারণা ছাড়াও হাসপাতাল থেকে রোগীদের ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান।এছাড়া হাসপাতালের ভেতরে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের প্রবেশে সময় বেধে দেয়া থাকলেও সে নিয়ম না মেনে রুগিদের ভোগান্তিতে ফেলে। যা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সময় বাধা দিলেও শোনেন না তারা।
সূত্র জানায়, প্রতি সপ্তাহের শনি এবং মঙ্গলবার দুপুরর ১টার পর মেডিকেল রিপ্রেজেনটেটিভদের হাসপাতালে চিকিৎসকদের ভিজিট করার জন্য সময় নির্ধারণ করা আছে।
কোতোয়ালি থানার এসআই হুমায়ুন আহমেদ জানান, জেনারেল হাসপাতাল থেকে আটজনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে ওষুধ কোম্পানির ছয়জন বিক্রয় প্রতিনিধির পাশাপাশি দুটি ক্লিনিকের চিহ্নিত দালাল ছিলেন। দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফার্মাসিটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) যশোর জেলা সভাপতি মেহেদী মাসুদ বলেন, তারা পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন নির্দেশনা মেনে চলেন। তাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে এ ধরনের পরিস্থিতি বিব্রত করে। সোমবার সন্ধ্যায়ই ওষুধ কোম্পানির ছয়জন প্রতিনিধিকে মুচলেকা নিয়ে থানা পুলিশ ছেড়ে দিয়েছে।