যশোর মহিলা কলেজ বার্ষিক আন্ত;ক্রীড়া প্রতিযোগিতায় সারাহ আলম চ্যাম্পিয়ন
যশোর মহিলা কলেজ বার্ষিক আন্ত;ক্রীড়া প্রতিযোগিতায় সারাহ আলম চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার ৩১ জানুয়ারি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বার্ষিক অন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক, সরকারি মহিলা কলেজের ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: নাজমুল হাসান ফারুকসহ কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিজয়ী হাতে পুরষ্কার ও সনদপত্র তুলে দেন। এর আগে তিনি সকল শিক্ষার্থীর মঙ্গল কামনা করে বক্তব্য দেন। শিক্ষার্থী সারাহ আলম ব্যাডমিন্টন (দ্বৈত) বিভাগে চ্যাম্পিয়ন হয়। পুরষ্কার ও সনদ পেয়ে বেজায় উৎফুল্ল সারাহ আলম সকলকে পুরষ্কারটি ঘুরে ঘুরে দেখান।
যশোর সরকারি মহিলা কলেজ বার্ষিক অন্ত:ক্রীড়া ব্যাডমিন্টন (দ্বৈত) বিভাগে চ্যাম্পিয়ন সারাহ আলম যশোর পৌরসভার ৫ নং ওয়ার্ড চোরমারাদিঘীর উত্তরপাড়ের ফরহাদ খানের ছোট কন্যা। একই সাথে সে রেলগেট এলাকার বনেদী মুদি ব্যবসায়ী প্রয়াত রশিদ মুদীর পুতনী।