শঙ্করপুর চোপদারপাড়া সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী রাজপথে
মালিক উজ জামান, যশোর : যশোর পৌর ৭ নং ওয়ার্ডের চোপদারপাড়া সড়ক দীর্ঘদিন ধরে ব্যবহার অযোগ্য হয়ে পড়ে আছে। বিগত সময়ে বিভিন্ন জন প্রতিনিধি দায়িত্ব পেলেও অবহেলিত এই এলাকার রাস্ত সংস্কারের ব্যাপারে কেউই মাথা ঘামায়নি। সর্বশেষ সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু দুই বছর আগে রাস্তাটি নতুন করে নির্মানের প্রতিশ্রুতি দেন। তব্ েতার দায়িত্বের মেয়াদ শেষ হবার কারনেই তিনি তা করতে পারেননি।
বুধবার (১৮মে) সকালে চোপদারপাড়াবাসী যশোর পৌর মেয়র হায়দার গণি খান পলাশের সাথে কথা বলতে চাইলে স্থানীয় জনপ্রতিনিধি ও পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন উপস্থিত হয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন। তাদের সকল দাবি দাওয়া গুরুত্বের সাথে শোনেন। অতপর সাধারণ মানুষের দুর্ভোগের কথা শুনে সকলের দাবি দাওয়ার সাথে একমত পোষন করেন। সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তিনি নিজে সকলকে সাথে নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরন করে, মেয়রের কাছে এলাকাবাসীর দাবিদাওয়াকে, নিজের দাবি হিসাবে উপস্থাপনে আশ্বস্ত করেন এবং অবিলম্বে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। অবশেষে এলাকাবাসীর পক্ষে ছোট একটি প্রতিনিধি দল, কাউন্সিলর নয়নের নেতৃত্বে স্মারকলিপি নিয়ে মেয়র বরাবর পৌছে দিতে মিছিলযোগে পৌরসভার দিকে অগ্রসর হয়। মিছিল শেষে এলাকাবাসী পৌর মেয়রের কাছে স্মারকলিপি পেশ করেন।