ব্যাটিংয়ে দেশিদের রাজত্ব, সর্বোচ্চ রান তামিমের
ঢাকা, ১ মার্চ ২০২৪ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট দশম আসরে শীর্ষ পাঁচ ব্যাটারের সবাই স্বদেশী।
এবারের আসরে সর্বোচ্চ রান করেছেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ১৫ ম্যাচের ১৫ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৯২ রান করেন তিনি।
১৪ ম্যাচের ১৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৬২ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহিদ হৃদয়।
তৃতীয় সর্বোচ্চ ৩৯১ রান করেছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস।
এরপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান ৩৮৪ ও বরিশালের মুশফিকুর রহিম ৩৮০ রান করেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দশম আসরের শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার ম্যাচ ইনিংস রান ১০০ ৫০
তামিম ইকবাল (ফরচুন বরিশাল) ১৫ ১৫ ৪৯২ ০ ৩
তাওহিদ হৃদয় (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ১৪ ১৪ ৪৬২ ১ ২
লিটন দাস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ১৪ ১৪ ৩৯১ ০ ৩
তানজিদ হাসান (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ১২ ১২ ৩৮৪ ১ ২
মুশফিকুর রহিম (ফরচুন বরিশাল) ১৫ ১৫ ৩৮০ ০ ৩