অর্থ ও বাণিজ্যশীর্ষ নিউজ

জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও সরকারের অর্জিত সাফল্য নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

 

জয়পুরহাট, ২ মে, ২০২৪ (বাসস): প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ক সচেতনতা মূলক এক মহিলা সমাবেশ বৃহষ্পতিবার সকাল ১০ টায় সদর উপজেলার কোমরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় জয়পুরহাট জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ (ব্র্যান্ডিং), সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং মাদকের ভয়াবহতা , তাপদাহ, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে আয়োজিত সচেতনতা মূলক মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, কোমরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদ আলম প্রমূখ।
কোমরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আকতার জাহান মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন । সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা তথ্য অফিসার মো. সোহেল মিয়া ।
বক্তারা সরকারের অর্জিত সাফল্য তথা- স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, বিদ্যুৎ খাতের ব্যাপক উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন এবং বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, জঙ্গিবাদ ও নাশকতা, তাপদাহ থেকে বাঁচার করণীয় সম্পর্কে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন। মহিলা সমাবেশ অনুষ্ঠানে তিন শতাধিক নারী অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button