সংগঠন সংবাদ

সুনামগঞ্জে আরপিননগর-জামতলা এলাকাবাসীর সভায় ফজলে রাব্বী স্মরণকে সমর্থন


সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বৃহত্তর আরপিননগর ও জামতলা এলাকাবাসীর নির্বাচনী মত বিনিময় সভায় আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার সন্তান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণকে সক্রিয় সমর্থন প্রদান করা হয়েছে। বুধবার (৮ মে) রাতে আরপিননগরস্থ কেবি মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়। সুনামগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার শিরীন চৌধুরীর সভাপতিত্বে ও জাতীয় পার্টির নেতা গোলাম হোসেন অভির পরিচালনায় এ উপলক্ষ্যে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী,জেলা পরিষদ সদস্যা ফৌজিআরা বেগম শাম্মী,প্রবীণ শ্রমিক নেতা মছন মিয়া,সাবেক কাউন্সিলর মোঃ মফিজুল হক,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল হেলাল,শ্রমিক নেতা মোঃ শহীদুল ইসলাম,যুবলীগ নেতা জমিরুল হক পৌরভ ও যুবনেতা আমির হোসেনসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী ফজলে রাব্বী স্মরণ সকলের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,সুনামগঞ্জ জেলাকে এগিয়ে নিতে আরপিননগর এলাকার কৃতিসন্তান সর্বজনাব মেজর অব: ইকবাল হোসেন চৌধুরী,বেগম মমতাজ ইকবাল এমপি,সাবেক পৌর চেয়ারম্যান মনোয়ার বখত নেক, সাবেক মেয়র আয়্যূব বখত জগলুল,বর্তমান মেয়র নাদের বখত প্রমুখ নির্বাচিত জনপ্রতিনিধিরা,আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ রাজনীতিবিদরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে এবং আমার পিতামাতার সেবামূলক কর্মকান্ডে উৎসাহীত হয়ে বৃহত্তর আরপিননগর এলাকার সন্তান হিসেবে সকলের ভালবাসায় আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রার্থী হতে চাই। কথা দিতে চাই আপনাদের দোয়া ও সহযোগীতায় নির্বাচিত হয়ে সুনামগঞ্জ সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় উন্নীত করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সভায় মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাষা সৈনিক মুহাম্মদ আবদুল হাই,রাজনীতিবিদ হোসেন বখত,এডভোকেট সোনাওর আলী,আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ চৌধুরী তারা মিয়া,পলাশ ইউপির সাবেক চেয়ারম্যান রইছ মিয়া, সমাজসেবী আহমদ বখত,গায়ক আশরাফ আলী, সাংবাদিক রাজনীতিবিদ গোলাম রব্বানী,বীর মুক্তিযোদ্ধা আইনজীবী এডভোকেট আব্দুর রহীম,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার বখত সুভাষ,সাবেক কমান্ডার শাহজাহান বখত,প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চৌধুরী মসনুদ,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাশিম, সালিশী ব্যক্তিত্ব মকসুদ আলী,সাংস্কৃতিক সংগঠক ছদ্রতুল মিয়া,বিএনপি নেতা ওয়াকিফুর রহমান গিলমান, বিএনপি নেতা নুর হোসেন,ব্যবসায়ী আব্দুল বারিক,গুল রওশন মিয়া,বশির আহমদ ও সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান সুফিয়ানসহ দেশ বিদেশে প্রয়াত বৃহত্তর আরপিননগর এলাকার সকল কৃতিসন্তানদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গরা এবারের নির্দলীয় উপজেলা নির্বাচনে দলমত নির্বিশেষে জামতলা,পুরাতন বাসস্ট্যান্ড,উত্তর দক্ষিণ ও মধ্য আরপিননগরসহ বৃহত্তর আরপিননগর এলাকাবাসীর পক্ষ থেকে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ফজলে রাব্বী স্মরণকে সক্রিয় সমর্থন জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ৫ জুনের পূর্ব পর্যন্ত প্রত্যেকেই এক একজন স্মরণ হয়ে নিজের খাইয়্যা বৃহত্তর আরপিননগরের বিজয়ের ধারাবাহিকতাকে ধরে রাখতে সকল প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে স্মরণের পক্ষে জনমত গঠনে এলাকাবাসীর আন্তরিক ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহনের উপর সকলে গুরুত্বারোপ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button