বিশ্বশীর্ষ নিউজ

লেবাননের দক্ষিণে ‘বিস্ফোরণে’ তিন জাতিসংঘ শান্তিরক্ষী আহত

বৈরুত, (লেবানন), ১৮ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক) : জাতিসংঘ বলেছে,  লেবাননের দক্ষিণ সীমান্তের কাছে জাতিসংঘ শান্তিরক্ষীর গাড়ির সন্নিকটে এক বিস্ফোরণে রোববার তিন শান্তিরক্ষী সামান্য আহত হয়েছেন। স্থানটিতে হিজবুলাøহ ও ইসরাইল প্রায় নিয়মিত হামলা চালিয়ে থাকে। গত ৭ অক্টোবর হামাসের ইসরাইলে হামলা চালানোর পর, গাজা যুদ্ধে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী ইসরাইলি সেনাবাহিনীর সাথে হামাসের সমর্থনে আন্ত:সীমান্ত গুলি বিনিময় করছে । খবর এএফপি’র।
লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল ) এক বিবৃতিতে বলেছে, আজ ভোরে, লেবাননের দক্ষিণে ইয়ারিনের আশেপাশে জাতিসংঘের গাড়ির কাছে একটি বিস্ফোরণ ঘটলে টহলরত তিন শান্তিরক্ষী সামন্য আহত হয়েছেন। টহলরত সকল শান্তিরক্ষী নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে এসেছে। এর আগে  রোববার,  লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়,  ‘ইয়ারিন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ধইরা গ্রামে ইসরাইলি  যুদ্ধবিমান আঘাত করায় কয়েকজন আহত হয়। এএফপির তথ্য অনুযায়ী, আন্ত:সীমান্ত সহিংসতায়  লেবাননে ১২৮ জন  বেসামরিক নাগরিক নিয়ে মোট ৫৮২ জন নিহত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button