শীর্ষ নিউজ

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রীর কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন

 

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৪ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-ছাত্রী ও চলমান বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধারকৃত আহত ও অসুস্থ মানুষদের দেখতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিশেষ করে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধারকৃত গর্ভবতী মহিলা ও নবজাতক শিশুদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সাথে কথা বলেন এবং তাদেরকে সঠিক সেবা প্রদানের অনুরোধ করেন।
এসকল গর্ভবতী মহিলাকে আশংকাজনক অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাদের সন্তান ভূমিষ্ঠ হয়।
এ সময় বাফওয়া কেন্দ্রীয় কমিটির সম্পাদিকাসহ বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button