বিশেষ খবরবিশ্ব

গাজায় স্কুলে ইসরাইলি বিমান হামলায় ১১ ফিলিস্তিনী নিহত

গাজা উপত্যকা, ফিলিস্তিনী অঞ্চল, ২ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক): বাস্তুচ্যুত হয়ে ফিলিস্তিনীদের আশ্রয় নেয়া গাজার একটি স্কুলে পুলিশের একটি দলকে লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
যদিও ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা স্কুলে হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘গাজা শহরের সাফাদ স্কুলে রবিবার ইসরাইলি বিমান হামলায় এক নারী ও এক কিশোরীসহ ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।’
ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আইএএফ হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যারা পূর্বের সাফাদ স্কুল হিসেবে পরিচিত এলাকার ভেতরে কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র চালিয়ে আসছিল।
উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। অব্যাহত এ যুদ্ধে এ পর্যন্ত ৪০ হাজার ৭৩৮ বেসামরিক ফিলিস্তিনী নিহত হয়েছে।
জাতিসংঘের হিসাব মতে, নিহতদের অধিকাংশ নারী ও শিশু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button