বিশেষ খবর

ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা হবে : গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

 

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৪ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান আজ বলেছেন, যুবসমাজ ও নগর পরিকল্পনাবিদদের অংশগ্রহণে রাজধানী ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মিলনায়তনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, যুবসমাজ ও নগর পরিকল্পনাবিদদের নিয়ে ঢাকাকে বসবাসের উপযোগী একটি নগরী হিসেবে গড়ে তোলা হবে।
আবাসন উপদেষ্টা সমাজে পরিবর্তন আনতে সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় সেজন্য সর্বদা সজাগ থাকতে হবে।
এসময় তিনি রাজউকের প্লট বরাদ্দ সম্পর্কে বলেন, কোটা পদ্ধতির ভিত্তিতে নয়, আগামীতে লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়া হবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস।
পরে অতিথিরা বিশ্ব বসতি দিবস উপলক্ষে দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button