শার্শায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানিক নতুন ভবন উদ্বোধন
মালিক উজ জামান, যশোর : যশোরের শার্শা উপজেলায একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদরাসা ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন শার্শার সংসদ সদস্য আলহাজ্বশেখ আফিল উদ্দিন।
সোমবার সকালে উপজেলার নাভারণ মহিলা আলিম মাদ্রাসার একতলা বিশিষ্ট নতুন ভবন, নাভারণ রেল বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একতলা বিশিষ্ট নতুন ভবন এবং বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা বিশিষ্ট নতুন ভবন শুভ উদ্বোধন করা হয়। একই সাথে তিন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি শেখ আফিল উদ্দিন। এসময় তিনি বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে আজকের শিশুকে আগামী দিনের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাইতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর শিক্ষা খাতে কোটি কোটি টাকা ভূর্তকি দিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার সহ তিন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।